সিরিয়ার নির্বাচনে জনগণের অংশগ্রহণ শত্রুর জন্য গুরুত্বপূর্ণ বার্তা: আসাদ
(last modified Fri, 28 May 2021 23:43:14 GMT )
মে ২৯, ২০২১ ০৫:৪৩ Asia/Dhaka
  • শুক্রবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
    শুক্রবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সিরিয়ার পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সিরিয়ার জনগণ সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করে শত্রুদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিয়েছে। তিনি শুক্রবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন।

বাশার আসাদ বলেন, সিরিয়ার জনগণ এবারের নির্বাচনে সন্ত্রাসবাদ ও মাতৃভূমির শত্রুদের বিরুদ্ধে প্রকৃত বিপ্লব করেছেন। শত্রুদের কাছে বার্তা পৌঁছে গেছে এবং জাতীয় দায়িত্ব সম্পন্ন হয়েছে। তিনি বলেন, কিন্তু শত্রুরা সিরীয় জনগণের এই বার্তা উপেক্ষা করার সবরকম চেষ্টা করে যাচ্ছে।

সিরিয়ার প্রেসিডেন্ট জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, “আপনারা সমস্ত রাজনৈতিক খেলা ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছেন এবং মাতৃভূমির প্রতি নিজেদের মমত্ববোধের পরিচয় তুলে ধরেছেন। আপনারা আমাকে নির্বাচিত করে আমাকে সম্মানিত করেছেন।”

বাশার আল-আসাদ দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ ফুটিয়ে তোলার জন্য সিরিয়ার প্রতিটি জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, বুধবার অনুষ্ঠিত নির্বাচনে শতকরা ৭৮ ভাগ ভোট পড়েছে এবং গৃহিত ভোটের ৯৫.১ শতাংশ পেয়ে টানা চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাশার আল-আসাদ।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ