পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ চলছেই
(last modified Tue, 01 Jun 2021 13:33:51 GMT )
জুন ০১, ২০২১ ১৯:৩৩ Asia/Dhaka
  • ইব্রাহিম আশতিয়ার ও আল-জাবের আস্‌সাবাহ
    ইব্রাহিম আশতিয়ার ও আল-জাবের আস্‌সাবাহ

কুয়েতের আমির ফিলিস্তিনীদের প্রতি সমর্থন জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

কুয়েতি বার্তা সংস্থা কুনা জানিয়েছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ ইব্রাহিম আশতিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ সকালে আলাপকালে কুয়েতের আমির নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আস্‌সাবাহ এ কথা বলেন। আরব শান্তি পরিকল্পনা ও আন্তর্জাতিক খসড়ার ভিত্তিতে পূর্ব কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে তাঁর দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়াবে বলে কুয়েতের আমির দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন। তিনি আরও বলেন ফিলিস্তিন সমস্যা আরবসহ সমগ্র মুসলিম বিশ্বের মতো কুয়েতের জন্যও অগ্রাধিকারপ্রাপ্ত একটি ইস্যু। ফিলিস্তিনের প্রতিনিধি দলের সঙ্গে কুয়েতের আমিরের সাক্ষাতকালে কুয়েতের আরও বহু পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের অপরাধযজ্ঞ অব্যাহত রয়েছে। আজও তারা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে অন্তত ৩০ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ