ইসরাইলি বন্দীদের ফুটেজ ও অডিও প্রচার করল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i92724-ইসরাইলি_বন্দীদের_ফুটেজ_ও_অডিও_প্রচার_করল_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে থাকা সাবেক বন্দী গিলাত শালিত একটি অপ্রকাশিত ভিডিও প্রচার করা হয়েছে যা আগে কখনো সম্প্রচার করা হয় নি। এছাড়া বর্তমান একজন ইসরাইলি বন্দির অডিও প্রকাশ করেছে হামাস।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ০৭, ২০২১ ১০:৩৩ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে থাকা সাবেক বন্দী গিলাত শালিত একটি অপ্রকাশিত ভিডিও প্রচার করা হয়েছে যা আগে কখনো সম্প্রচার করা হয় নি। এছাড়া বর্তমান একজন ইসরাইলি বন্দির অডিও প্রকাশ করেছে হামাস।

কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেল ইসরাইলের বন্দীদের এই ফুটেজ ও অডিও সম্প্রচার করেছে। আল-জাজিরা সরাসরি হামাসের কাছ থেকে এসব ফুটেজ পেয়েছে।

গিলাদ শালিত ২০০৬ সালে হামাসের হাতে ধরা পড়ে এবং টানা পাঁচ বছর আটক ছিল। পরে এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি বিনিময়ে গিলাদকে মুক্তি দেয় হামাস।

গিলাদ শালিতের অপ্রকাশিত এই ভিডিও ফুটেজে দেখা গেছে যে, হামাসের কাছে বন্দী থাকা অবস্থায় সে নিজের এবং অন্য বন্দীদের মুক্তির জন্য ইসরাইল সরকারের কাছে অনুনয়-বিনয় করছে।

অন্য বন্দির অডিও বার্তায শুনে ইসরাইলের চ্যানেল-১২ তাকে অ্যাভেরা মেনগিস্তু বলে চিহ্নিত করেন। মেনগিস্তুর মা বলেছেন, “আমি আমার সন্তানকে ফেরত পাবার জন্য অপেক্ষা করছি।”

তেল আবিবের দেয়া তথ্য মতে- হিশাম আল-সাইয়েদ নামে আরও এক ইসরাইলি হামাসের হাতে বন্দী রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।