সিরিয়ায় মার্কিন টহল সেনাদলকে বাধা দিল রুশ বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i93556-সিরিয়ায়_মার্কিন_টহল_সেনাদলকে_বাধা_দিল_রুশ_বাহিনী
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন একটি সামরিক বহরকে বাধা দিয়েছে রাশিয়ার সেনারা। মার্কিন সামরিক বহরে অন্তত চারটি সাঁজোয়াযান ছিল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২২, ২০২১ ১৭:১৬ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন সামরিক বহর
    সিরিয়ায় মার্কিন সামরিক বহর

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন একটি সামরিক বহরকে বাধা দিয়েছে রাশিয়ার সেনারা। মার্কিন সামরিক বহরে অন্তত চারটি সাঁজোয়াযান ছিল।

রাশিয়ার আর টি টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, এম-৪ মহাসড়কের মাঝামাঝি স্থানে মার্কিন সেনা বহরকে বাধা দেয় রাশিয়ার সেনারা। তাল তামর শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে এই ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রুশ সামরিক বাহিনীর বাধার মুখে মার্কিন সেনা বহর ফিরে যেতে বাধ্য হয়। রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে নিরাপত্তা চুক্তি রয়েছে মার্কিন সেনারা তা ভঙ্গ করে টহলে বের হওয়ার কারণে রুশ সেনারা তাদেরকে বাধা দেয়।

রাশিয়া বলেছে, হাসাকা প্রদেশে মার্কিন সেনাদের চলাচলের বিষয়ে আমেরিকা আগেভাগে কোনো নোটিশ করে নি।

হাসাকা প্রদেশে মার্কিন সেনারা দখলদারিত্ব কায়েম করে রেখেছে। সেখানে তারা কথিত সিরিয়ান ডেমোক্যাটিক ফোর্সেস বা এসডিএফ-কে মদদ দিচ্ছে। তুরস্কের সেনারাও প্রদেশের একটি অংশ নিয়ন্ত্রণ করে।

সিরিয়া সরকারের কোনো অনুমতি না নিয়ে আমেরিকা ও তুরস্ক সেখানে সেনা মোতায়েন করে রেখেছে। অন্যদিকে দামেস্কের সরাসরি আমন্ত্রণে সিরিয়ায় সেনা পাঠিয়েছে রাশিয়া।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।