ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের উপায় নিয়ে বৈঠক করলেন হামাস ও হিজবুল্লাহর প্রধান
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া আজ (মঙ্গলবার) লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন।
সংবাদ সংস্থা আল-মানার জানিয়েছে, প্রতিরোধ সংগ্রামের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও গভীরতর করার ওপর জোর দিয়েছেন। এ সময় তাদের মধ্যে সাম্প্রতিক সোর্ড অব কুদস অভিযান ও গাজা যুদ্ধ নিয়েও কথা হয়।
দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীরা কীভাবে চূড়ান্ত বিজয় অর্জন পারে তা খতিয়ে দেখেছেন হানিয়া ও নাসরুল্লাহ।
হামাস নেতা হানিয়া গত রোববার উচ্চ ক্ষমতাসম্পন্ন এক প্রতিনিধিদল নিয়ে লেবানন সফরে গেছেন। সেখানে তিনি লেবাননের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক হয়েছে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সঙ্গেও।
আউনের সঙ্গে বৈঠকের পর হানিয়া বলেছেন, ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক পট পরিবর্তন নিয়ে কথা হয়েছে। সোর্ড অব কুদস অভিযানের কৌশলগত ফলাফল নিয়েও আলোচনা হয়েছে। প্রতিরোধ সংগ্রাম যে ফিলিস্তিন মুক্তির কৌশলগত পন্থা সে কথাও বৈঠকে তুলে ধরা হয়েছে।#
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।