সৌদি আরবের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i94236-সৌদি_আরবের_সঙ্গে_আলোচনায়_কিছুটা_অগ্রগতি_হয়েছে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। মতপার্থক্য নিরসনে ভবিষ্যতেও এই আলোচনা অব্যাহত থাকবে। তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ০৬, ২০২১ ১৮:২২ Asia/Dhaka
  • সৌদি আরবের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে: ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। মতপার্থক্য নিরসনে ভবিষ্যতেও এই আলোচনা অব্যাহত থাকবে। তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

রাবিয়ি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় বিশ্বাসী। এই নীতির অংশ হিসেবেই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং মতবিরোধ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এই আলোচনা চালিয়ে যাবে তেহরান।

তিনি বলেন, কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। এগুলোর কোনো কোনোটি জটিল। এ কারণে এগুলোর সমাধানে কিছুটা সময় লাগতে পারে।

তিনি বলেন, বিজাতীয় শক্তিগুলো যাতে নিরাপত্তার অজুহাতে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি জোরদার করতে না পারে সে জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক জরুরি।

অস্ট্রিয়ার ভিয়েনায় পরমাণু বিষয়ক আলোচনা প্রসঙ্গে আলী রাবিয়ি বলেন, ভিয়েনা আলোচনায় কোনো কোনো ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। তবে এখনও কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে এই মতপার্থক্যের অর্থ এই নয় যে, আলোচনা অচলাবস্থার সম্মুখীন হয়েছে।# 

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।