নিরাপত্তা নিয়ে আলোচনা
ইসরাইলি যুদ্ধমন্ত্রীর সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত ১০ বছরের মধ্যে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে উঁচু পর্যায়ের প্রথম বৈঠক এটি।
গত জুন মাসে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ক্ষমতায় বসার পর এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকের উদ্যোগ নিলেন। দুপক্ষ এমন বৈঠক অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছে।
বৈঠকের জন্য বেনিগান্তজ রোববার রাতে পশ্চিম তীরের রামাল্লাহ শহরে যান। আল-জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে দুপক্ষ আলোচনা করেছে। ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আমেরিকা সফর থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ফেরার পর যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করলেন। আমেরিকা সফরের সময় নাফতালি বেনেট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন।#
পার্সটুডে/এসআইবি/৩০