গ্যাস আমদানির পরিকল্পনা
১০ বছরের মধ্যে লেবাননের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল গেছে সিরিয়া সফরে
লেবাননের তত্বাবধায়ক সরকারের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল সিরিয়া সফরে গেছে। গত ১০ বছরে মধ্যে আজ (শনিবার) প্রথম লেবানন থেকে এমন গুরুত্বর্ণ প্রতিনিধিদল সিরিয়া করছে।
সিরিয়ার ভেতর দিয়ে গ্যাস আমদানির পরিকল্পনা নিয়ে প্রতিনিধিদলটি দামেস্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। লেবানন যেমন অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে, তেমনি প্রচণ্ড রকমের জ্বালানি সংকটে পড়েছে।
সিরিয়া প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী গাজী ওয়াজনি, জ্বালানিমন্ত্রী রেইমন্ড কাজ্জার, জেনারেল সিকিউরিটি এজেন্সি চিফ আব্বাস ইবরাহিম এবং প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জিনা আকার। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর দিয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্তে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ লেবাননী প্রতিনিধিদলকে স্বাগত জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জিনা আকার।
লেবাননের একটি সুত্র জানিয়েছে, ২০০৯ সালের চুক্তি অনুযায়ী মিশর থেকে জর্দান ও সিরিয়ার ভেতর দিয়ে লেবানন গ্যাস আমদানি করতে চায়। এ বিষয়ে প্রতিনিধিদলটি সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে।#
পার্সটুডে/এসআইবি/৪