সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আবার ড্রোন হামলা চালালো ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i97138-সৌদি_আরবের_দক্ষিণাঞ্চলে_আবার_ড্রোন_হামলা_চালালো_ইয়েমেন
ইয়েমেনে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের ওপর সৌদি জোটের বর্বর হামলার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১৩:২৭ Asia/Dhaka
  • ইয়েমেনি ড্রোন
    ইয়েমেনি ড্রোন

ইয়েমেনে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের ওপর সৌদি জোটের বর্বর হামলার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়।

হামলা সম্পর্কে সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন ধ্বংস করা হয়েছে। হুথি যোদ্ধারা এই ড্রোন সৌদি আরবের খামিস আল- মুসাইত শহরে হামলা চালানোর জন্য পাঠিয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, গতকাল সৌদি নেতৃত্বাধীন আরব জোট যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুদাইদা প্রদেশের আত-তুহাইয়াত এলাকায় হামলা চালায়। তবে হুথি যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি হামলা প্রতিহত করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সৌদি আরব হুদাইদা প্রদেশে ২৩২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।#

পার্সটুডে/এসআইবি/৯