আস্থা ভোটে জিতল লেবাননের সরকার; অধিকৃত ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি
https://parstoday.ir/bn/news/west_asia-i97650-আস্থা_ভোটে_জিতল_লেবাননের_সরকার_অধিকৃত_ভূখণ্ড_মুক্ত_করার_প্রতিশ্রুতি
লেবাননের নয়া সরকার দেশটির সংসদে আস্থা ভোটে জিতেছে। এর মধ্যদিয়ে দেশটির ১৩ মাসের রাজনৈতিক সংকটের অবসান হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২১ ১৭:১৫ Asia/Dhaka
  • লেবাননের সংসদ
    লেবাননের সংসদ

লেবাননের নয়া সরকার দেশটির সংসদে আস্থা ভোটে জিতেছে। এর মধ্যদিয়ে দেশটির ১৩ মাসের রাজনৈতিক সংকটের অবসান হয়েছে।

এর আগেও সরকার গঠিত হয়েছে কিন্তু তা সংসদের আস্থা অর্জন করতে পারেনি। এর ফলে দেশটির অর্থনৈতিক সংকট ক্রমেই জটিল হচ্ছিল। গতকাল সংসদে নয়া সরকারের বিষয়ে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৮৫ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট পড়েছে ১৫টি। এছাড়া ১৭ জন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। 

সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায় গত ২৬ জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মিশেল আউন। নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি লেবাননের ধনাঢ্য ব্যক্তি। তিনি এর আগেও দুইবার লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আব্দুল্লাহ বুহাবিব। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ খালিল এবং স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ফিরাস আবাইদ। এছাড়া উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সায়াদা আশ শামি।

প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশের অর্থনৈতিক সংকট সমাধানের পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের দখলে থাকা ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।#  

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।