ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক’ সংলাপ চলছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i98658-ইরানের_সঙ্গে_বন্ধুত্বপূর্ণ_ও_আন্তরিক’_সংলাপ_চলছে_সৌদি_পররাষ্ট্রমন্ত্রী
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানের সঙ্গে তার দেশের চলমান সংলাপকে ‘বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক’ বলে বর্ণনা করেছেন। লন্ডন থেকে প্রকাশিত পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ফারহান বলেন, পরস্পরের দৃষ্টিভঙ্গি শোনার জন্য এ সংলাপ চলছে এবং এ আলোচনার ব্যাপারে সৌদি আরব অত্যন্ত আন্তরিক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৫, ২০২১ ১৫:৩৮ Asia/Dhaka
  • সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান
    সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানের সঙ্গে তার দেশের চলমান সংলাপকে ‘বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক’ বলে বর্ণনা করেছেন। লন্ডন থেকে প্রকাশিত পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ফারহান বলেন, পরস্পরের দৃষ্টিভঙ্গি শোনার জন্য এ সংলাপ চলছে এবং এ আলোচনার ব্যাপারে সৌদি আরব অত্যন্ত আন্তরিক।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইরাকের রাজধানী বাগদাদে সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত ইরানের চার দফা আলোচনা হয়েছে। এ আলোচনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে আরো বলেন, তার দেশ চায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকুক। তিনি ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্কে ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইরান সৌদি আরবে কনস্যুলেট খোলার পাশাপাশি জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি’র দপ্তরে প্রতিনিধি পাঠানোর যে প্রস্তাব দিয়েছে রিয়াদ তা পর্যালোচনা করে দেখছে।

সৌদি আরবের নিউজ চ্যানেল আল-আখবারিয়া গত সপ্তাহে খবর দিয়েছিল, ইরান  ও সৌদি আরবের মধ্যে যে প্রত্যক্ষ সংলাপ চলছে তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে। এছাড়া, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানও সম্প্রতি এক বক্তব্যে বলেছিলেন, রিয়াদ তেহরানের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করতে চায়।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।