মসজিদুল হারামে তুলে দেয়া হলো করোনার বিধিনিষেধ
(last modified Mon, 18 Oct 2021 03:38:57 GMT )
অক্টোবর ১৮, ২০২১ ০৯:৩৮ Asia/Dhaka
  • গত দেড় বছর সামাজিক দূরত্ব মেনে কাবাঘর তাওয়াফ করেন হাজিরা
    গত দেড় বছর সামাজিক দূরত্ব মেনে কাবাঘর তাওয়াফ করেন হাজিরা

পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্বের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে কাবাঘর জিয়ারতকারীরা করোনা পরিস্থিতির কারণে আরোপিত বিধিনিষেধ ছাড়াই নামাজ আদায় ও আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবেন।

মসজিদুল হারামের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য যেসব চিহ্ন টানিয়ে দেয়া হয়েছিল তা রোববার তুলে ফেলা হয়েছে। ফলে মুসল্লিরা এখন থেকে আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে জামায়াতে নামাজ আদায় করতে পারবেন।

তবে মসজিদুল হারামে প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ গ্রহণের পাশাপাশি মাস্ক পরে সেখানে ঢুকতে হবে। 

এখন থেকে আবার আল্লাহর ঘর বায়তুল্লাহর চারপাশ মুখরিত হয়ে উঠবে অসংখ্য হাজির লাব্বাইক ধ্বনিতে (ফাইল ছবি)

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার ঘোষণা করে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুবরণকারী ব্যক্তিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রোববার থেকে মসজিদুল হারাম থেকে সামাজিক দূরত্বের বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।

সৌদি আরবের মোট জনসংখ্যার শতকরা ৬০ ভাগকে এরইমধ্যে কোভিড-১৯-এর টিকার আওতায় আনা হয়েছে।

২০২০ সালের গোড়ার দিকে সৌদি আরবে করোনাভাইরাস হানা দেয়ার পর মক্কা মুকাররমায় হজ্ব ও ওমরাহ’র আনুষ্ঠানিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। করোনা পরিস্থিতির আগে যেখানে প্রতি বছর হজ্বে সারাবিশ্ব থেকে ২০ লাখের বেশি হাজী সমবেত হতেন সেখানে গত দুই বছর হজ্বের সময় মাত্র কয়েক হাজার হাজীকে হজ্ব করার অনুমতি দেয়া হয়।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।