ইরানে ঐক্য সপ্তাহ সম্মেলন
বিভিন্ন মাজহাবের মধ্যে ঐক্যের আহ্বান জানালেন লেবাননের হিজবুল্লাহ মহাসচিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসলামের বিভিন্ন মাজহাবের মধ্যে ঐক্য জোরদার এবং সাধারণ মুসলমান ও আলেমদের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি তেহরানে ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত ৩৫তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এমন সময় এ আহ্বান জানালেন যখন সমগ্র মুসলিম বিশ্ব বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও হুমকির সম্মুখীন এবং মারাত্মক সংকটে জর্জরিত হয়ে আছে। বিশেষ করে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের নেতৃত্বে ইসলামের শত্রুরা নানা কৌশলে এখনো মুসলিম বিশ্বকে বিভক্ত করার এবং ইসলামের মহান শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর মাধ্যমে তারা ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করা এবং আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে এ অঞ্চলের একমাত্র শক্তি হিসেবে দখলদার ইসরাইলকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। বলা যায় আরব দেশগুলোকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসরাইলের ওপর নির্ভরশীল হতে উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ আরবদের নিজস্ব স্বকীয়তা বলতে কিছু থাকবে না।
লেবাননের হিজবুল্লাহ মহাসচিব তার বক্তব্যে মধ্যপ্রাচ্যসহ সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে শত্রুদের কঠিন ষড়যন্ত্রের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইসরাইলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা চলছে। তিনি এ ব্যাপারে ধর্মীয় নেতাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
হিজবুল্লাহ মহাসচিব আরো বলেন, বহু বছর আগে থেকেই মুসলিম দেশগুলো নানান রকমের ফেতনা ও সংকটে জর্জরিত। মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদী বৃহৎ শক্তিগুলো মুসলমানদের মধ্যকার ঐক্য ও সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আসছে। এ অবস্থায় শত্রুর ষড়যন্ত্র রোধে ইরানের উদ্দ্যোগে প্রতি বছর ইসলামি ঐক্য সংক্রান্ত সম্মেলনগুলো গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন। কেননা গত ২০ বছরে এ ধরনের সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত ও সাফল্যগুলো শত্রুর হুমকি মোকাবেলা ও সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনি বলেছেন, ‘ইসরাইলসহ সাম্রাজ্যবাদী বৃহৎ শক্তিগুলো মুসলমানদের বিরুদ্ধে তাদের অশুভ লক্ষ্য ও ষড়যন্ত্র বাস্তবায়নের পথে মুসলিম ঐক্যকে সবচেয়ে বড় বাধা বলে মনে করে। তাই তারা মুসলমানদের মধ্যে তাদের মিত্র বা অনুগত মুসলিম দেশগুলোর সহযোগিতায় ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে’। এ কারণে তিনি ইসলামি পণ্ডিত ও ধর্মীয় নেতাদের মধ্যে ঐক্যের আহ্বান জানান। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।