ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনের ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i99688-ইরাকের_প্রধানমন্ত্রীর_বাসভবনের_ড্রোন_হামলা
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির বাসভবনে ড্রোন হামলা হয়েছে। তবে তিনি অক্ষত আছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০৭, ২০২১ ১৩:৩০ Asia/Dhaka
  • ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মুস্তাফা আল-কাজেমির বাসভবন
    ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মুস্তাফা আল-কাজেমির বাসভবন

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির বাসভবনে ড্রোন হামলা হয়েছে। তবে তিনি অক্ষত আছেন।

বাগদাদের নিশ্চিদ্র নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে প্রধানমন্ত্রীর বাসভবন অবস্থিত এবং সেখানে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন আঘাত হানে। হামলা সত্ত্বেও প্রধানমন্ত্রী কাজেমি অক্ষত আছেন বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি বিক্ষোভকারীদেরকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মুস্তাফা আল-কাজেমির বাসভবনে ড্রোন হামলার পরের অবস্থা

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিকিউরিটি মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ (রোববার) সকালের দিকে ড্রোনের সাহায্যে প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমিকে হত্যার ব্যর্থ প্রচেষ্টা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় তবে কাজেমি অক্ষত এবং তিনি সুস্থ আছেন।

ইরাকের দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসভবনে অন্তত একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ভবনের বাইরে ডিউটিরত নিরাপত্তাকর্মীদের ছয় সদস্য আহত হয়েছেন।

গ্রিন জোন এলাকায় বসবাসরত পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির বাসভবনে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনেছেন।#

পার্সটুডে/এসআইবি/৭