ইসরাইলের দাবি ইরান ৯০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা নিয়েছে; আইএই'এর অস্বীকার
https://parstoday.ir/bn/news/world-i100748-ইসরাইলের_দাবি_ইরান_৯০_মাত্রায়_ইউরেনিয়াম_সমৃদ্ধকরণের_পরিকল্পনা_নিয়েছে_আইএই'এর_অস্বীকার
ইসলামি প্রজাতন্ত্র ইরান ৯০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা নিয়েছে বলে ইহুদিবাদী ইসরাইল যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ০২, ২০২১ ১৮:৪১ Asia/Dhaka
  • রাফায়েল গ্রোসি
    রাফায়েল গ্রোসি

ইসলামি প্রজাতন্ত্র ইরান ৯০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা নিয়েছে বলে ইহুদিবাদী ইসরাইল যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

গতকাল (বুধবার) ফ্রান্স-২৪ টেলিভিশন চ্যানেল রাফায়েল গ্রোসির একটি সাক্ষাৎকার গ্রহণ করে এবং তাকে সেখানে ইসরাইলের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হয়। এই অভিযোগ আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর কাছে উত্থাপন করেছে ইসরাইল।

এ সম্পর্কে রাফায়েল গ্রোসি বলেন, ৫ মাত্রা, ২০ মাত্রা কিংবা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয় রয়েছে তবে ইরান ৯০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে- এমন কোনো তথ্য আইএইএ'র কাছে নেই।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয় নিয়ে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে তখন ইসরাইল এই অভিযোগ ছড়াচ্ছে। ভিয়েনা আলোচনা সম্পর্কে রাফায়েল গ্রোসি বলেছেন, দুই পক্ষই পরমাণু সমঝোতার অরজিনাল ফর্মে ফেরার কথা বলছে। ফলে এখানে রাজনৈতিক লক্ষ্য হাসিলের বিষয় রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২