বিচারের মুখে পড়ছেন ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডো
https://parstoday.ir/bn/news/world-i101280-বিচারের_মুখে_পড়ছেন_ট্রাম্পের_চিফ_অব_স্টাফ_মার্ক_মিডো
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোর বিরুদ্ধে কংগ্রেস অবমাননার একটি প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে। প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ায় এখন তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২১ ১৭:২৩ Asia/Dhaka
  • হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ মার্ক মিডো
    হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ মার্ক মিডো

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোর বিরুদ্ধে কংগ্রেস অবমাননার একটি প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে। প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ায় এখন তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

চলতি বছরের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল ভবনে ভয়াবহ দাঙ্গা চালায় ট্রাম্পের ভক্তরা। তাতে কমপক্ষে পাঁচ জন নিহত হন। বিষয়টি কংগ্রেশনাল প্যানেল তদন্ত করছে। কিন্তু তাদেরকে সহযোগিতা করবেন না বলে গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন মার্ক মিডো। এ কারণে তার বিরুদ্ধে কংগ্রেসকে অবমাননার অভিযোগ আনা হয়েছে। এর ওপর তোলা প্রস্তাবে ভোটাভুটি হয়েছে প্রতিনিধি পরিষদে

ক্যাপিটল হিল ভবনে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা, তার পক্ষে সাফাই গেয়ে চলেছেন ট্রাম্প ও মিডো

প্রস্তাবের পক্ষে পড়েছে ২২২ ভোট। বিপক্ষে ২০৮ ভোট। এর মধ্যদিয়ে বিচারের যে পথ উন্মুক্ত হলো তাতে তিনি অভিযুক্ত প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের জেল এবং এক লাখ ডলার জরিমানা করা হতে পারে। মার্ক মিডোর বিষয়টি এখন স্থানান্তর করা হবে আইন মন্ত্রণালয়ে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে কিনা তা সেখান থেকেই চূড়ান্ত হবে।#

পার্সটুডে/এসআইবি/১৫