‘কয়েক মাস নয় কয়েক সপ্তাহ সময় আছে’: ইউরোপের যৌথ বিবৃতি
(last modified Wed, 29 Dec 2021 02:21:17 GMT )
ডিসেম্বর ২৯, ২০২১ ০৮:২১ Asia/Dhaka
  • গত সোমবার থেকে ভিয়েনায় শুরু হয়েছে অষ্টম দফা আলোচনা
    গত সোমবার থেকে ভিয়েনায় শুরু হয়েছে অষ্টম দফা আলোচনা

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা থেকে ফল বের করে আনার জন্য কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহ সময় আছে বলে দাবি করেছে তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনায় অংশগ্রহণকারী ওই তিন দেশ মঙ্গলবার এক যৌথ বিবৃতি প্রকাশ করে এ দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ দফা আলোচনায় কিছু কারিগরি বিষয়ে অগ্রগতি অর্জিত হয়েছে এবং এখন সব পক্ষকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনযোগী হতে হবে। ভিয়েনা সংলাপের জন্য মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে বলে দাবি করলেও এই সংলাপ শেষ করার জন্য কোনো চূড়ান্ত সময়সীমা ঘোষণা করতেও রাজি হয়নি তিন ইউরোপীয় দেশ।

তিন ইউরোপীয় দেশ এমন সময় ভিয়েনা সংলাপের সময় নিয়ে এ বক্তব্য দিল যখন ইরান বলেছে, পরমাণু সমঝোতায় দেশটিকে দেওয়া সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে যাবে না তেহরান। এছাড়া, নিজের অধিকার নিশ্চিত করার জন্য যতদিন প্রয়োজন আলোচনা চালিয়ে যেতেও আপত্তি নেই তেহরানের।

ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, “আলোচনা দ্রুতগতিতে শেষ করতে হবে। আমাদের আলোচক দলগুলো দ্রুতগতিতে কাজ করছে এবং তারা ক্ষিপ্র গতিতে একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে।”

এর আগে ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় লিখেছিলেন, ইরানের সঙ্গে সংলাপে আমরা অগ্রগতি অর্জন করেছি।

ইরানে ভিয়েনা সংলাপকে ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা’ বলে অভিহিত করা হচ্ছে; কারণ, ২০১৮ সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। ভিয়েনা সংলাপ সফল হলে সেসব নিষেধাজ্ঞা আবার তুলে নিতে হবে। আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে।

গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ইরানের সাবেক হাসান রুহানি সরকার পাশ্চাত্যের সঙ্গে ছয় দফা আলোচনা করে। এরপর জুন মাসের নির্বাচনে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি একই আলোচনা গত ২৯ নভেম্বর শুরু করেন। সেটি ছিল সপ্তম দফা সংলাপ। এরপর গত সোমবার থেকে অষ্টম দফা আলোচনা শুরু হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ