সাগর থেকে ১২টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i101940-সাগর_থেকে_১২টি_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্রের_পরীক্ষা_চালাল_রাশিয়া
রাশিয়া সমুদ্র থেকে ১২টি হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ১০টির পরীক্ষা চালানো হয়েছে একটি ফ্রিগেট থেকে এবং দু’টি নিক্ষেপ করা হয়েছে একটি সাবমেরিন থেকে। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্কে যখন উত্তেজনা চলছে তখন শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির জিক্রন (Zirkon ) শ্রেণির এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০১, ২০২২ ১২:১০ Asia/Dhaka
  • অ্যাডমিরাল গোরশ্‌কভ ফ্রিগেট থেকে জিক্রন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে
    অ্যাডমিরাল গোরশ্‌কভ ফ্রিগেট থেকে জিক্রন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে

রাশিয়া সমুদ্র থেকে ১২টি হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ১০টির পরীক্ষা চালানো হয়েছে একটি ফ্রিগেট থেকে এবং দু’টি নিক্ষেপ করা হয়েছে একটি সাবমেরিন থেকে। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্কে যখন উত্তেজনা চলছে তখন শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির জিক্রন (Zirkon ) শ্রেণির এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।

রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের উদ্ধৃতি দিয়ে দেশটির ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, অ্যাডমিরাল গোরশ্‌কভ ফ্রিগেট থেকে শুক্রবার ১০টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। এছাড়া, ইয়াসেন শ্রেণির একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে আরো দু’টি জিক্রন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে গত সপ্তাহে রাশিয়া ভূমি থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল।

বিগত বছরগুলোতে রাশিয়া নতুন প্রজন্মের বেশ কিছু সমরাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে যেসব অস্ত্র আমেরিকার সঙ্গে সমান তালে প্রতিযোগিতায় লিপ্ত হতে সক্ষম।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে জাতির উদ্দেশে দেয়া বার্ষিক ভাষণে প্রথম এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের খবর দেন। তিনি বলেন, ‌১,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভূমি বা সাগরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে। এছাড়া, এটি চলতি পথে গতি কমাতে-বাড়াতে বা গতিপথ সাময়িক পরিবর্তন করতে পারে। ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত বা ধ্বংস করা অনেকাংশে অসম্ভব।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।