প্রথমবার ভিয়েনা সংলাপে অগ্রগতির খবর দিল ইউরোপীয় দেশগুলো
https://parstoday.ir/bn/news/world-i101980-প্রথমবার_ভিয়েনা_সংলাপে_অগ্রগতির_খবর_দিল_ইউরোপীয়_দেশগুলো
আমেরিকার জাতীয় বেতার- এনপিআর বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং এই প্রথম ইউরোপীয় আলোচকরা ভিয়েনা সংলাপে অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ০২, ২০২২ ০৮:২৫ Asia/Dhaka
  • ভিয়েনা সংলাপ (ফাইল ছবি)
    ভিয়েনা সংলাপ (ফাইল ছবি)

আমেরিকার জাতীয় বেতার- এনপিআর বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং এই প্রথম ইউরোপীয় আলোচকরা ভিয়েনা সংলাপে অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছেন।

এনপিআর-এর ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও এই প্রথমবার ইউরোপীয় দেশগুলো বলছে যে, আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে না ধরে আমেরিকার এই রেডিও বলেছে, শিগগিরই এ সংক্রান্ত পূর্ণাঙ্গ খবর প্রকাশ করা হবে।

ভিয়েনায় চলমান অষ্টম দফা সংলাপে এই মুহূর্তে ইংরেজি নববর্ষের ছুটি চলছে। ছুটির পর আগামীকাল (সোমবার) থেকে আবার সংলাপ শুরু হবে। আলোচনায় অংশগ্রহণকারী কোনো কোনো সূত্র জানিয়েছে, এ সংলাপ থেকে ফেব্রুয়ারি মাস আসার আগেই একটি চুক্তি সই হতে পারে।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে পরমাণু সমঝোতা সই হয় তা থেকে ২০১৮ সালের মে মাসে বেরিয়ে যায় তৎকালীন মার্কিন সরকার। ফলে ওই সমঝোতা অচলাবস্থার সম্মুখীন হয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করলেও তার প্রশাসন এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।