জানুয়ারি ২৩, ২০২২ ১৮:৪৭ Asia/Dhaka
  • বোমা   বিস্ফোরণে বিধ্বস্ত বাস (ফাইল ফটো)
    বোমা বিস্ফোরণে বিধ্বস্ত বাস (ফাইল ফটো)

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি মিনিবাসে বোমা হামলায় অন্তত সাত জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত একটি এলাকার বাস স্টেশন বোমা হামলার এই ঘটনা ঘটে। জানা গেছে, মিনিবাসটির জ্বালানি ট্যাংকের সঙ্গে একটি শক্তিশালী বোমা বেঁধে রাখা হয় যার ফলে বাসটি একেবারে বিধ্বস্ত হয়ে যায়।

হেরাত প্রদেশিক হাসপাতালের প্রধান আরিফ জালালি ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, নিহত সাত জনের মধ্যে চারজন নারী রয়েছেন। হেরাত গোয়েন্দা দপ্তরের মুখপাত্র সাবিত হারবি যাত্রীবাহী বাসে এই বিস্ফোরণ এবং হতাহতের কথা নিশ্চিত করেছেন।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার কথা স্বীকার করে নি তবে তালেবান কর্মকর্তারা এর আগে এমন হামলার জন্য উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে দায়ী করেছেন।

আফগানিস্তানের পূর্ব এবং উত্তরাঞ্চলে দায়েশের তৎপরতা রয়েছে বলে বিভিন্ন সময়ে খবর বেরিয়েছে, বিশেষ করে নানগারহার প্রদেশে তাদের তৎপরতা চোখে পড়ার মতো। এ প্রদেশকে দায়েশের ঘাঁটি বলে অনেকে মনে করে থাকেন। উগ্রবাদী গোষ্ঠী এর আগে আফগানিস্তানে এ ধরনের হামলার দায়িত্বও স্বীকার করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ