জানুয়ারি ২৭, ২০২২ ১৬:৩৬ Asia/Dhaka
  • এরদোগান (বামে) ও পুতিন (ডানে)
    এরদোগান (বামে) ও পুতিন (ডানে)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন রজব তাইয়্যেব এরদোগান।

ডেইলি সাবাহ লিখেছে, রুশ প্রেসিডেন্ট তুরস্ক সফরে এলে তাঁর সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে। তবে পুতিন আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'এস-৪০০' কেনা নিয়ে দুই দেশের ঘনিষ্ঠতা কিছুটা বেড়েছে। একই সময়ে এই ইস্যুতে তুরস্কের ওপর মার্কিন চাপ বেড়েছে। বেড়েছে ন্যাটোর চাপও।

তবে তুরস্ক এর আগে স্পষ্টভাবে বলেছে, মার্কিন হুমকি তোয়াক্কা না করে তুরস্ক 'এস-৪০০' কেনা অব্যাহত রাখবে এবং জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাবে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ