দোনবাসে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করল বিচ্ছিন্নতাকামীরা
(last modified Sun, 20 Feb 2022 13:00:15 GMT )
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৯:০০ Asia/Dhaka
  • ভূপাতিত ড্রোন
    ভূপাতিত ড্রোন

দোনবাস এলাকায় ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করেছে বিচ্ছিন্নতাকামীরা। রাশিয়ার সরকারি টিভি 'চ্যানেল-টু' জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠেছে।

দোনবাসের বিচ্ছিন্নতাকামীরা ইউক্রেনের একটি ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে তা ভূমিতে অবতরণ করাতে সক্ষম হয়েছে। তবে তা অবতরণের সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার একজন কর্মকর্তা বলেছেন, লুগানস্ক অঞ্চলে প্রবেশের পর ড্রোনটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন তারা।

 বিচ্ছিন্নতাবাদীদের হাতে পড়ার আগে ড্রোনটি দোনবাস এলাকায় প্রায় ৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। ড্রোনটি দেড় মিটার লম্বা বলে জানা গেছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা দোনবাসের শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ লক্ষ্যে সীমান্তে ৯২টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে।

পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে আমেরিকা। এর মাধ্যমে নানাভাবে স্বার্থ উদ্ধার করতে চায় মস্কো। এই অজুহাতে রাশিয়ার ওপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হবে বলেও জানিয়েছেন পর্যবেক্ষকেরা।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ