কিয়েভ থেকে দূতাবাস কর্মীদের প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া
(last modified Wed, 23 Feb 2022 02:54:34 GMT )
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৮:৫৪ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

ইউক্রেনের সঙ্গে সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওঠার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, কিয়েভ থেকে দেশটির কূটনীতিকদের মস্কোয় ডেকে পাঠানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, রাশিয়া যত শিগগিরই সম্ভব কিয়েভের দূতাবাস থেকে তার সব কর্মীকে প্রত্যাহার করে নেবে।

এর আগে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি রোদেঙ্কো তাস বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, কিয়েভ বা তৃতীয় কোনো দেশের উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে রুশ দূতাবাসকর্মীদেরকে রক্ষা করার জন্য তাদেরকে শিগগিরই মস্কোয় ফেরত আনা হতে পারে।

স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার ঘোষণা শুনে দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে জনগণের উল্লাস

সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দোনেস্ক ও লুহানস্কসহ আরো কয়েকটি রুশ ভাষাভাষী অঞ্চল নিয়ে ইউক্রেনের দোনবাস অঞ্চলটি গড়ে উঠেছে। সোমবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া দুই অঞ্চলের রুশপন্থি নাগরিকরা ২০১৪ সালে ইউক্রেন থেকে একতরফাভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল।

ইউক্রেন সীমান্তে রাশিয়া বিপুল সংখ্যক সেনা মোতায়েন করলে প্রায় দু’মাস আগে থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো একথা প্রচার করতে থাকে যে, রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে চায়।কিন্তু রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করে এসেছে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ