রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট সিস্টেম থেকে বাদ দিয়েছে পাশ্চাত্য
(last modified Sun, 27 Feb 2022 04:33:00 GMT )
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১০:৩৩ Asia/Dhaka
  • রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট সিস্টেম থেকে বাদ দিয়েছে পাশ্চাত্য

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট সিস্টেম থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বাদ দিয়েছে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা। এর ফলে রাশিয়ার এসমস্ত ব্যাংক আন্তর্জাতিক অঙ্গনে লেনদেন করতে পারবে না।

এছাড়া, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করা হবে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রাশিয়ার প্রবেশাধিকার কমে যাবে।

আমেরিকা, ব্রিটেন, কানাডাসহ পশ্চিমা দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা থেকে রাশিয়াকে আরো বিচ্ছিন্ন করে ফেলার লক্ষ্য নিয়ে এই ব্যবস্থা নেয়া হয়েছে। আন্তর্জাতিক তেল ও গ্যাসের বাজারে রাশিয়া হচ্ছে অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ এবং দেশটির জন্য অর্থ লেনদেনের ক্ষেত্রে সুইফট সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ।

রাশিয়ার সামরিক অভিযান

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান চালানোর পর পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে যেসব রুশ-বিরোধী পদক্ষেপ নেয়া হয়েছে এটি তার মধ্যে সবচেয়ে কঠোর।

সুইফট সিস্টেম-এর প্রধান সদরদপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এবং এই ব্যবস্থার আওতায় বিশ্বের ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ