প্রতিযোগিতামূলক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারলে বৈধ চ্যানেলে বাড়বে প্রবাসী আয়, কমবে হুন্ডি
(last modified Fri, 30 Dec 2022 14:04:01 GMT )
ডিসেম্বর ৩০, ২০২২ ২০:০৪ Asia/Dhaka

বাংলাদেশের প্রবাসী আয় ধসের মূলে রয়েছে হুন্ডি। প্রবাসীরা ডলারের বিপরীতে একটু বেশি টাকা পেলেই বৈধ ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে হুন্ডির আশ্রয় নেন। ফলে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসা কমে যায়।

বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স প্রবাহের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসে হঠাৎ করে রেমিট্যান্স ১৫৩ কোটি ৯৬ লাখ ডলারে নেমে আসে। অক্টোবর মাসে আরও খানিকটা কমে ১৫২ কোটি ৫৫ লাখে ডলারে ঠেকে। কিন্তু চলতি বছর শুরু হয়েছিল ভালো রেমিট্যান্স প্রবাহ দিয়ে। জুলাই মাসে রেমিট্যান্স আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আর আগস্ট মাসে আসে ২০৩ কোটি ৭০ লাখ ডলার।

এ সময় প্রবাসীদের পাঠানো ডলারের দাম বেঁধে দেওয়ার মতো ঘটনা ঘটে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) শীর্ষ নেতারা গেল ১১ সেপ্টেম্বর এক সভায় প্রবাসীদের পাঠানো ডলারের সর্বোচ্চ দাম ১০৮ টাকা বেঁধে দেন। এ সময় রপ্তানি আয়ে প্রতি ডলারের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া ৯৯ টাকা।

অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা বলছেন, এই দাম বেঁধে দেওয়ার কারণে ডলারের নিয়ন্ত্রণ চলে যায় হুন্ডি মার্কেটের দখলে। তারা বলছেন, এর আগে প্রবাসী আয়ে ডলারের দাম বাজারের নিয়ন্ত্রণ থাকার কারণে যার যার মতো করে ডলার কিনেছে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো যেমন কিনেছে, আবার হুন্ডি মার্কেটেও নিজেদের মতো দাম দিয়ে ডলার কিনেছে। ডলারের দাম যখন বেঁধে দেওয়া হয়েছে, ব্যাংকগুলো আর নির্ধারিত দামের বেশি দরে ডলার কিনতে পারেনি। অন্যদিকে ডলারের নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে কিনেছে হুন্ডি মার্কেট। ফলে একদিকে ব্যাংকগুলো যেমন ডলারের কেনার নিয়ন্ত্রণ হারিয়েছে, অন্যদিকে একচ্ছত্র আধিপত্য পেয়েছে হুন্ডি মার্কেট। এর প্রভাব পড়ে সেপ্টেম্বর মাসের প্রবাসী আয়ে।

সৌদিআরব থেকে আতাউর রহমান মুকুল রেডিও তেহরানকে জানান, প্রবাসীদের কর্মস্থল থেকে অর্থ-প্রেরণের সেন্টারগুলোর দূরত্ব ও বৈধ কাগজপত্রের অভাবে বৈধপথে রেমিটেন্স পাঠানোর অন্তরায়।

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে রাসেদ বাদল রেডিও তেহরানকে বলেন, অর্থ-প্রেরণের প্রক্রিয়া সহজ করতে না পারার কারণে এ সমস্যা হচ্ছে। একই সাথে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থেই হুন্ডি করছে দিনের পর দিন।

এবিষয়ে কাতার থেকে প্রবাসী কমিউনিটি নেতা মাহবুবুর রহমান চৌধুরী বাবু রেডিও তেহরানকে বলেছেন, হুন্ডি বন্ধের জন্য তারা ইতোমধ্যে বেশি কিছু উদ্যোগ নিয়েছেন। 

তবে বায়রা মহাসচিব শামিম আহমেদ চৌধুরী নোমান রেডিও তেহরানকে বলেছেন,প্রবাসীদের অর্থ-প্রেরণের জন্য বেসরকারি ব্যাংক ও সরকারি ব্যাংক সবাইকে সম্পৃক্ত করা গেলে এই সমস্যা কেটে যাবে, সুবিধা বাড়বে বলেও মনে করেন এই বায়রা নেতা। #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ