ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু; দ্রুত সমঝোতা চায় উভয় পক্ষ
(last modified Mon, 28 Feb 2022 12:02:57 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৮:০২ Asia/Dhaka
  • ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু; দ্রুত সমঝোতা চায় উভয় পক্ষ

যুদ্ধরত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক চলছে।

ইউক্রেনের প্রতিনিধিদলে রয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকসহ আরও কয়েকজন পদস্থ কর্মকর্তা।

এর আগে ইউক্রেন এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার।

আলোচনা শুরুর আগে রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় মস্কো। তারা আলোচনায় বসতে সারা রাত জেগে অপেক্ষা করেছেন বলে জানান রুশ প্রতিনিধি। তিনি বলেন, দুর্ভাগ্যবশত রাতভর তারা একাধিকবার তাদের আসার সময় পরিবর্তন করেছে।

এদিকে, বৈঠকে শুরুর আগে আগে ইউক্রেনের প্রিসেডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে এখনি সদস্য করে নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও ভাষণে ৪৪ বছর বয়সী এই নেতা বলেন, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখনই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করে নিতে আমরা আবেদন জানাচ্ছি।

রাশিয়ান সেনাদের অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আপনারা অস্ত্র ফেলে দিয়ে এখান থেকে বিদায় নিন। আপনাদের কমান্ডার ও প্রোপাগান্ডা ছাড়ানোকারীদের বিশ্বাস করবেন না। নিজের জীবন বাঁচান।' তবে ইউক্রেনের কয়েকটি শহর এরিমধ্যে দখলে নিয়েছে রুশ বাহিনী।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।