রুশ-ইউক্রেন সংকটের ব্যাপারে চীনের অবস্থান
https://parstoday.ir/bn/news/world-i104562-রুশ_ইউক্রেন_সংকটের_ব্যাপারে_চীনের_অবস্থান
জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি বলেছেন রুশ-ইউক্রেন আলোচনার সূচনাকে বেইজিং স্বাগত জানায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর নিরাপত্তার ব্যাপারে পশ্চিমাদের মনোযোগ না দেওয়ার সমালোচনা করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ০১, ২০২২ ১৫:৪২ Asia/Dhaka
  • জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি জং জুন
    জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি জং জুন

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি বলেছেন রুশ-ইউক্রেন আলোচনার সূচনাকে বেইজিং স্বাগত জানায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর নিরাপত্তার ব্যাপারে পশ্চিমাদের মনোযোগ না দেওয়ার সমালোচনা করেন।

পুতিন বলেন রাশিয়া দোনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ক্রেমলিন প্রাসাদে ওই দুই দেশের সঙ্গে সহযোগিতা ও মৈত্রী চুক্তিও স্বাক্ষর হয়েছে। পুতিন বলেছেন: রাশিয়া ইউক্রেনকে সামরিক শক্তিহীন করার জন্য দোনবাসে বিশেষ অভিযান চালাচ্ছে, ইউক্রেন দখল করার কোনো ইচ্ছে রাশিয়ার নেই।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জং জুন ইউক্রেন সংকট নিয়ে এই সংস্থার জরুরি বৈঠকে এসব কথা বলেন। জং জুন বলেন: পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় সেজন্য উভয় পক্ষকে অগ্রাধিকারভিত্তিতে সংযমী হতে হবে। তিনি বলেন: জাতিসংঘসহ বিশ্ব সমাজের উচিত বিশ্ব নিরাপত্তা ও সংহতির বিষয়টিকে সবার আগে বিবেচনায় নেয়া। উত্তেজনা বৃদ্ধির কোনো পদক্ষেপকেই চীন সমর্থন করে না বলে জং জুন মন্তব্য করেন। রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো উচিত বলে চীন মনে করে।

চীনা এই কূটনীতিক বলেন: বেসামরিক লোকজনের নিরাপত্তা ও তাদের জন্য মানবিক সাহায্য নিশ্চিত করা উচিত। চীন সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখে।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান ষষ্ঠ দিনে পড়লো। একইসঙ্গে এই অভিযানের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে বিশ্ব প্রতিক্রিয়াও অব্যাহত রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে হুমকিসহ কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও বেড়েই চলেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোসহ বিশ্বের বহু দেশ অবিলম্বে ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক অভিযানকে যুদ্ধ হিসাবে গণ্য করে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। একইভাবে রাশিয়ার উপর তাদের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ ব্যাপক বাড়িয়ে দিতে শুরু করেছে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।