‘ইউরোপে আমেরিকার পরমাণু অস্ত্রের উপস্থিতি গ্রহণযোগ্য নয়”
https://parstoday.ir/bn/news/world-i104598-ইউরোপে_আমেরিকার_পরমাণু_অস্ত্রের_উপস্থিতি_গ্রহণযোগ্য_নয়
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা যে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনকে এই ধরনের মারণাস্ত্র হাতে পাওয়া থেকে বিরত রাখার জন্য রাশিয়া সব ধরনের চেষ্টা প্রচেষ্টা চালাবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০২, ২০২২ ০৯:২১ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা যে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনকে এই ধরনের মারণাস্ত্র হাতে পাওয়া থেকে বিরত রাখার জন্য রাশিয়া সব ধরনের চেষ্টা প্রচেষ্টা চালাবে।

গতকাল মঙ্গলবার নিরস্ত্রীকরণ বিষয়ক জেনেভা সম্মেলনে দেয়া ভিডিও বক্তৃতায় এসব কথা বলেছেন

ল্যাভরভ বরেন, আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়ন থাকার অর্থ হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এই বিটি লংঘন করা। নতুন করে অস্ত্র প্রতিযোগিতা ঠেকানোর জন্য এই সমস্ত পরমাণু অস্ত্র আমেরিকায় ফিরিয়ে নেয়া জরুরি

মার্কিন পরমাণু অস্ত্র

রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু অস্ত্রধারী নয় এমন দেশের সঙ্গে কথিত যৌথ পরমাণু মিশন পরিচালনার জন্য আমেরিকার কঠোর সমালোচনা করেন। এই ধরনের অনুশীলনে রাশিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের মহড়া দেয়া হয়েছে।

সের্গেই ল্যাভরভ জোর দিয়ে বলেন, রাশিয়ার সবসময় বিশ্বাস করে যে পরমাণু যুদ্ধ হলে কেউ যেতে পারবেনা এবং এই ঘরের যুদ্ধ কখন দেওয়া উচিত হবে না।#

পর্সটুডে/এসআইবি/২