আমেরিকায় রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i104710-আমেরিকায়_রকেট_ইঞ্জিন_সরবরাহ_বন্ধ_করল_রাশিয়া
ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় আমেরিকায় রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৩, ২০২২ ১৯:১১ Asia/Dhaka
  • আমেরিকায় রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করল রাশিয়া

ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় আমেরিকায় রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

আজ (বৃহস্পতিবার) রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন এ কথা জানান। আমেরিকায় সরবরাহ করা রকেট ইঞ্জিনগুলোর পরিষেবা দেয়াও বন্ধ করা হবে বলে জানান তিনি।

রাশিয়ার সরকারি টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় প্রধান দিমিত্রি রোগোজিন বলেন, রাশিয়া ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রে মোট ১২২টি আরডি-১৮০ ইঞ্জিন সরবরাহ করেছে। এর মধ্যে ৯৮টি ব্যবহার করা হয়েছে অ্যাটলাস রকেট উৎক্ষেপণের জন্য।

রোগোজিন আরও বলেন, 'রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিস্থিতিতে আমরা আমেরিকাকে আমাদের বিশ্বসেরা রকেট ইঞ্জিন সরবরাহ করতে পারি না। তারা ব্রুমস্টিকে (ঝাড়ু) চড়ে বা অন্য কিছু নিয়ে উড়ে বেড়াক! এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই।'

রাশিয়ার একটি রকেট ইঞ্জিন তৈরির কারখানা

রোগোজিন বলেন, 'যুক্তরাষ্ট্রে এখনও যেসব রকেট ইঞ্জিন চালু রয়েছে সেগুলো আর রাশিয়ান প্রযুক্তিগত সহায়তা পাবে না।'

রসকসমসের প্রধান জানান, রাশিয়া জার্মানির সাথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে সহযোগিতা বন্ধ করবে।'

ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত মঙ্গলবার পশ্চিমা মিত্ররা সুইফট গ্লোবাল ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম থেকে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নিষেধাজ্ঞার কারণে ক্ষয়ক্ষতি কমাতে অবশ্যই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থনৈতিক সব খাতের কার্যক্রম সচল রাখা নিশ্চিত করা হচ্ছে। এসব করার সব ধরনের সম্ভাবনা ও সক্ষমতা রাশিয়ার আছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩