বেসামরিক জনগণের ওপর আমেরিকার বোমা হামলার দীর্ঘ ইতিহাস রয়েছে
এখন তাদের বক্তৃতাবাজির কোনো অধিকার নেই: ক্রেমলিন
-
দিমিত্রি পেসকভ
রাশিয়া বলেছে, বিশ্বব্যাপী বেসামরিক লোকজনের ওপর আমেরিকার পক্ষ থেকে বোমা হামলা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে, এখন রাশিয়াকে নসিহত করার কোনো অধিকার তাদের নেই। একইসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে যে মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়েছে রাশিয়া।
ইউক্রেনে সামরিক অভিযানের জন্য বুধবার জো বাইডেন সাংবাদিকদের বলেন, রাশিয়ার নেতা একজন যুদ্ধাপরাধী। তার এই বক্তব্যের তাৎক্ষণিক এবং কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বলেন, বাইডেনের এ ধরনের বাগাড়ম্বর এখতিয়ার বহির্ভূত, অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। তিনি বলেন বিশ্বের বহু দেশে সামরিক আগ্রাসন চালিয়ে আমেরিকা বেসামরিক জনগণের ওপর বোমা হামলা চালিয়েছে এবং এখন রাশিয়াকে নসিহত করার অধিকার তাদের নেই। দিমিত্রি পেসকভ বলেন, এমনকি আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে জাপানের ওপর পরমাণু বোমা হামলা চালিয়েছে।
এদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান শান্তি আলোচনা প্রসঙ্গে পেসকভ বলেন, তার দেশ সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে জোরদার প্রচেষ্টা চালাচ্ছে এবং এ ধরনের শান্তি চুক্তি হলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে।#
পার্সটুডে/এসআইবি/১৮