ইউক্রেনের ইজিয়াম শহরের নিয়ন্ত্রণ নিল রুশ বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i105628-ইউক্রেনের_ইজিয়াম_শহরের_নিয়ন্ত্রণ_নিল_রুশ_বাহিনী
ইউক্রেনের ইজিয়াম শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, তারা খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৪, ২০২২ ১৯:৫২ Asia/Dhaka
  • ইউক্রেনের ইজিয়াম শহরের নিয়ন্ত্রণ নিল রুশ বাহিনী

ইউক্রেনের ইজিয়াম শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, তারা খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোসিয়া টোয়েন্টিফোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেছেন, রুশ সেনাবাহিনীর বিশেষ সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ২৪ মার্চ সকালে সেনাবাহিনীর একটি ইউনিট খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। 

তবে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে শহরটির দখল নিয়ে এখনো রুশ সেনাদের সঙ্গে তাদের লড়াই হচ্ছে।

খারকিভের ইজিয়াম শহর ভৌগোলিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। এই শহরে পূর্ব দোনবাসের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক রয়েছে। এর ফলে রুশ বাহিনী ইউক্রেনের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থানরত সেনাদের মধ্যে সংযোগ ঘটাতে পারবে। তাছাড়া শহরটি খারকিভের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এখানে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনও আছে।

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।