ব্রিটেনকে সম্পর্ক চরম সীমায় নেয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i105642-ব্রিটেনকে_সম্পর্ক_চরম_সীমায়_নেয়ার_হুঁশিয়ারি_দিল_রাশিয়া
ব্রিটেনের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, তাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি দ্বিপক্ষীয় সম্পর্ককে এমন চরম সীমানায় নিয়ে যাবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বর্বরতার সমস্ত রেড লাইন ক্রস’ করেছেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মন্তব্য করার পর এই হুঁশিয়ারি দিল মস্কো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৫, ২০২২ ১২:০৯ Asia/Dhaka
  • বরিস জনসন
    বরিস জনসন

ব্রিটেনের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, তাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি দ্বিপক্ষীয় সম্পর্ককে এমন চরম সীমানায় নিয়ে যাবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বর্বরতার সমস্ত রেড লাইন ক্রস’ করেছেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মন্তব্য করার পর এই হুঁশিয়ারি দিল মস্কো।

ইউক্রেন সংকটকে কেন্দ্র করে যখন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো জোটবদ্ধ হয়ে মস্কোর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে তখন বরিস জনসন এই মন্তব্য করেন।

তৃণমূলের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বৃহস্পতিবার বলেছেন, "রাশিয়া বিরোধী দৌড়ে আমরা মি. বরিস জনসনকে সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে দেখছি। তার এই তৎপরতা কূটনৈতিক সম্পর্ককে চূড়ান্ত সীমায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা সম্ভব হবে না।"

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে যোগ দেয়ার আগে এ কথা বলেন বরিস জনসন। একইদিন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নেরও বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, ব্রিটিশ সরকার নতুন করে রাশিয়ার ৬৫টি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরমধ্যে ব্যক্তি মালিকানাধীন সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাংক রয়েছে। নিষেধাজ্ঞা সর্ম্পকে বরিস জনসন বলেন, ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য মস্কোকে বাধ্য করতে আমেরিকা এবং পশ্চিমা মিত্রদের উচিত রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা। এজন্য একসাথে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন জনসন।#

পার্সটুডে/এসআইবি/২৫