মারিউপোলের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে গেছে রুশ সেনারা: পেন্টাগন
(last modified Thu, 31 Mar 2022 05:45:50 GMT )
মার্চ ৩১, ২০২২ ১১:৪৫ Asia/Dhaka
  • মারিউপোলে রুশপন্থি অস্ত্রধারীদের ছবি (২৯ মার্চ তোলা)
    মারিউপোলে রুশপন্থি অস্ত্রধারীদের ছবি (২৯ মার্চ তোলা)

রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, সংঘর্ষ কবলিত মারিউপোলের সিটি সেন্টারের খুব কাছে পৌঁছে গেছে রাশিয়ার সৈন্যরা।

তিনি বুধবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়ে অভিযোগ করেছেন, রাশিয়ার সেনারা বেসামরিক অবকাঠামো, আবাসিক ভবন ও হাসপাতাল টার্গেট করে হামলা চালাচ্ছে। তিনি আরো বলেন, “শহরটি বিমান থেকে নিক্ষিপ্ত বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে।”

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি

কিরবি এক প্রশ্নের উত্তরে বলেন, ইউক্রেন যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষা এবং আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনের সেনাবাহিনীকে সমর্থন দেয়ার বিষয়টি ‘উপযুক্ত সময়ে’ পুনর্মূল্যায়ন করা হবে।

আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর পাঠানো সমরাস্ত্রের অনেক চালান মারিউপোল বন্দর দিয়ে ইউক্রেনে প্রবেশ করে। এ কারণে এই বন্দরনগরী রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে ইউক্রেন। চলতি মার্চ মাসের মাঝামাঝি সময়ে রাশিয়া মারিউপোলে সংঘর্ষরত ইউক্রেনের সেনাদের আত্মসমর্পন করার আহ্বান জানিয়ে বলেছিল, অস্ত্রসমর্পন করতে শহরটির বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দেয়া হবে। কিন্তু ইউক্রেন ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ