নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত মহাকাশে সহযোগিতা করবে না রাশিয়া
(last modified Sun, 03 Apr 2022 04:59:12 GMT )
এপ্রিল ০৩, ২০২২ ১০:৫৯ Asia/Dhaka
  • দিমিত্রি রোগোজিন
    দিমিত্রি রোগোজিন

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, তার দেশের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সমন্বয় ও সহযোগিতা করা মস্কোর পক্ষে সম্ভব হবে না। তিনি সুস্পষ্ট করে বলেন, শুধুমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরেই রাশিয়া স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা  করবে। গতকাল (শনিবার) তিনি জানান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পশ্চিমা দেশগুলোর স

দিমিত্রি রোগোজিন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া পোস্টে বলেন, “রাশিয়ার অর্থনীতিকে হত্যা করা এবং আমাদের জনগণকে ক্ষুধা ও দারিদ্রের মধ্যে ফেলে পশ্চিমাদের কাছে নতজানু করার জন্য এই অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এসব নিষেধাজ্ঞা সফল হবে না কিন্তু পশ্চিমাদের উদ্দেশ্য পরিষ্কার।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়া  ও আমেরিকার বিজ্ঞানীরা (ফাইল ফটো)

এজন্য আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র এবং অন্যান্য প্রকল্পে তখনই সহযোগিতা ও সমন্বয় করা সম্ভব যখন মস্কোর ওপর থেকে অবৈধ এসব নিষেধাজ্ঞা নিঃশর্তভাবে প্রত্যাহার করা হবে। এ বিষয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সদস্য দেশ আমেরিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে রুশ সরকারকে শিগগিরই জানাবে বলে আমরা আশা করি।

দিমিত্রি রোগোজিন এর আগে সতর্ক করে বলেছিলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়া ও আমেরিকার অংশীদারিত্বকে ধ্বংস করবে।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।