চীনের পক্ষ থেকে তাইওয়ানে হামলার ব্যাপক আশঙ্কা রয়েছে: মার্কিন কমান্ডার
-
স্যামুয়েল পাপারু
প্রশান্ত মহাসাগরে মোতায়েন মার্কিন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল পাপারু দাবি করেছেন, তাইওয়ানে হামলা চালাতে পারে চীন। হামলার আশঙ্কা অনেক বেশি বলে তিনি জানিয়েছেন।
মার্কিন এই কমান্ডার আরও বলেছেন, ইউক্রেনের ঘটনার পর তাইওয়ানে চীনের হামলার আশঙ্কা বেড়ে গেছে।
স্যামুয়েল পাপারু এমন সময় এই দাবি করলেন যখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানের সঙ্গে নতুনকরে সাড়ে নয় কোটি ডলারের অস্ত্র চুক্তি করতে যাচ্ছে।
গত কয়েক মাস ধরে তাইওয়ানের নেতারা বলছেন, চীন তাদের ওপর সামরিক চাপ বৃদ্ধি করেছে।
তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড বলে মনে করে চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মার্কিন পদক্ষেপকে চীন উসকানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।
তবে চীনের উদ্বেগ ও হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে আমেরিকা। এ নিয়ে আমেরিকা-চীন সম্পর্কেও উত্তেজনা রয়েছে।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।