যুদ্ধের শুরু থেকেই ব্রিটিশ ও মার্কিন কমান্ডোরা ইউক্রেনে রয়েছে: লা ফিগারো
https://parstoday.ir/bn/news/world-i106474-যুদ্ধের_শুরু_থেকেই_ব্রিটিশ_ও_মার্কিন_কমান্ডোরা_ইউক্রেনে_রয়েছে_লা_ফিগারো
রাশিয়ার সামরিক অভিযান শুরুর সময় থেকেই ব্রিটেন এবং আমেরিকার এলিট স্পেশাল ফোর্সের সদস্যরা ইউক্রেনে মোতায়েন ছিল। ফ্রান্সের গোয়েন্দা সূত্রগুলো লা ফিগারো পত্রিকার সাংবাদিককে এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১১, ২০২২ ১৭:২৫ Asia/Dhaka
  • মার্কিন কমান্ডো ডেল্টা ফোর্সের সদস্য (ফাইল ফটো)
    মার্কিন কমান্ডো ডেল্টা ফোর্সের সদস্য (ফাইল ফটো)

রাশিয়ার সামরিক অভিযান শুরুর সময় থেকেই ব্রিটেন এবং আমেরিকার এলিট স্পেশাল ফোর্সের সদস্যরা ইউক্রেনে মোতায়েন ছিল। ফ্রান্সের গোয়েন্দা সূত্রগুলো লা ফিগারো পত্রিকার সাংবাদিককে এ তথ্য জানিয়েছে।

শনিবার এই তথ্য তুলে ধরেছেন পত্রিকার সিনিয়র আন্তর্জাতিক করেসপন্ডেন্ট জর্জেস মালব্রুনট। ওইদিনই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আকস্মিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তার দেশের এলিট এসএএস ফোর্সের কমান্ডোদের গার্ডে ছিলেন যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় নি।

ব্রিটিশ এলিট ফোর্সের সদস্য

মালব্রুনট ফ্রান্সের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে টুইটারে লিখেছেন, "আমেরিকার ডেল্টা ফোর্স যেভাবে ইউক্রেনে উপস্থিত রয়েছে ঠিক একইভাবে সাস ইউনিট যুদ্ধ শুরুর প্রথম থেকেই এখানে উপস্থিত আছে।” লা ফিগারোর রিপোর্টে বলা হয়েছে, বিদেশি গোয়েন্দাদের এই উপস্থিতির ব্যাপারে রাশিয়ায় খুব ভালোভাবেই সচেতন রয়েছে।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে সংঘাত চলছে তাতে কিয়েভের পক্ষে সবচেয়ে জোরালোভাবে অবস্থান নিয়েছে আমেরিকা ও ব্রিটেন।#

পার্সটুডে/১১