ইরানের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক চায় পাকিস্তান: শাহবাজ শরীফ
https://parstoday.ir/bn/news/world-i106498-ইরানের_সঙ্গে_শক্তিশালী_বাণিজ্যিক_সম্পর্ক_চায়_পাকিস্তান_শাহবাজ_শরীফ
পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ‘বন্ধু ও ভ্রাতৃপ্রতীম’ দেশ ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গতকাল (সোমবার) পাকিস্তানের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এক বক্তব্যে তার এ আগ্রহের কথা জানান।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১২, ২০২২ ০৬:৩০ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে পাকিস্তানের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করলেন শাহবাজ শরীফ
    প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে পাকিস্তানের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করলেন শাহবাজ শরীফ

পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ‘বন্ধু ও ভ্রাতৃপ্রতীম’ দেশ ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গতকাল (সোমবার) পাকিস্তানের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এক বক্তব্যে তার এ আগ্রহের কথা জানান।

শাহবাজ শরীফ বলেন, তার নেতৃত্বাধীন আসন্ন সরকার পাকিস্তানের পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করবে। তিনি তেহরান ও ইসলামাবাদের সম্পর্ককে গুরুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতীম বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “আমরা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করব।”

নয়া পাক প্রধানমন্ত্রী আফগানিস্তানের চলমান সংকটজনক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, আফগান জনগণের অর্থনৈতিক ও মানবিক সংকট দূর করার জন্য প্রতিবেশী দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

শাহবাজ শরীফ চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে কৌশলগত ও নিবিড় উল্লেখ করে বলেন, তার সরকার চীনের সঙ্গে পাকিস্তানের যৌথ কৌশলগত অর্থনৈতিক প্রকল্পগুলো দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাবে।

পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শরীফ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্ককে জটিল আখ্যায়িত করে বলেন, ওয়াশিংটনের সঙ্গে টেকসই সম্পর্ক চায় ইসলামাবাদ।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়েও কথা বলেন শাহবাজ শরীফ। তিনি বলেন, নয়াদিল্লিকে উপমহাদেশের জনগণের কল্যাণ কামনা করতে হবে এবং কাশ্মিরের জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দিতে হবে।তিনি ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকারের প্রতি পাকিস্তানের অকুণ্ঠ সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।