রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশ সেনারা
(last modified Sun, 17 Apr 2022 11:44:14 GMT )
এপ্রিল ১৭, ২০২২ ১৭:৪৪ Asia/Dhaka
  • ইউক্রেন যুদ্ধ
    ইউক্রেন যুদ্ধ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশ সেনারা। ইউক্রেনের দু’জন সেনা কমান্ডারের উদ্ধৃতি দিয়ে দি টাইমস জানিয়েছে, গত ১৫ দিনে ব্রিটিশ স্পেশাল ফোর্স দু’টি স্থানে তাদের সেনাদের প্রশিক্ষণ দিয়েছে।

ক্যাপ্টেন ইউরি মিরোনেঙ্কো পত্রিকাটিকে বলেছেন, “আমরা ব্রিটেনের কাছ থেকে ব্যাপক সামরিক সহযোগিতা পেয়েছি।” ইউক্রেনের এই সেনা কমান্ডার আরো বলেন, “দুই সপ্তাহ আগে ব্রিটিশ সেনা কর্মকর্তারা আমাদের ইউনিটে আসেন এবং তারা কয়েক দিন ধরে আমাদেরকে ভালো প্রশিক্ষণ দিয়েছেন। তাদের প্রশিক্ষণ পেয়েই আমরা যুদ্ধে সফলতা পাচ্ছি এবং আমরা এখন স্ব-নির্ভর।”

ক্যাপ্টেন মিরানেঙ্কো বলেন, তার বাহিনীর সেনারা ব্রিটেনের কাছ থেকে পাওয়া সর্বাধুনিক ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চালাতে শিখেছে।

২০১৪ সালে ক্রিমিয়ায় সংঘাত শুরু হলে ব্রিটেন প্রথম ইউক্রেনে সেনা প্রশিক্ষক পাঠায়। কিন্তু লন্ডন এখন দাবি করছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সেনা অভিযান শুরু করার পর রাশিয়ার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে ইউক্রেন থেকে সব ব্রিটিশ সেনা সরিয়ে নেয়া হয়েছে। তবে ব্রিটিশ সরকার এখন পর্যন্ত কিয়েভকে সর্বাধুনিক ৩,৬০০টি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে তাদের স্পেশাল ফোর্সের উপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। এর আগে গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনের মারিউপোল বন্দরে যে এক হাজার মেরিন সেনার আত্মসমর্পনের খবর দিয়েছে তাদের মধ্যে দু’জন ব্রিটিশ ভাড়াটে সেনা রয়েছে বলে মস্কো জানিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ