আফগান তালেবানের প্রতি পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i106830-আফগান_তালেবানের_প্রতি_পাকিস্তানের_কঠোর_হুঁশিয়ারি
আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে নির্বিঘ্নে পাকিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
এপ্রিল ১৮, ২০২২ ১৮:০৭ Asia/Dhaka
  • আফগানিস্তানে তালেবান যোদ্ধা
    আফগানিস্তানে তালেবান যোদ্ধা

আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে নির্বিঘ্নে পাকিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।

এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। আফগান সরকারের উদ্দেশে বলা হয়, আপনারা সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না।

এদিকে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত ও কুনার প্রদেশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান ও কামান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক শাবির আহমাদ ওসমানি গণমাধ্যমকে বলেন, ‘খোস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানের সীমানা বিভাজনকারী রেখা ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু। এ ছাড়া হামলায় আরও ২২ জন আহত হয়েছেন।’

এছাড়া, কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে সেখানকার একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।

তালেবান ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের সঙ্গে আফগান সরকারের যোগাযোগ করার ক্ষেত্রে সহযোগিতা করছিল ইসলামাবাদ। কিন্তু পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ক্ষমতা গ্রহণের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।#   

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।