শত্রু দু’বার ভাববে: পুতিন
উত্তেজনার মধ্যে নয়া আইসিবিএমের সফল পরীক্ষা চালাল রাশিয়া
পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন তুঙ্গে তখন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।
এটির পরীক্ষা চালানোর পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের শত্রুরা এখন যেকোনো বিষয়ে মস্কোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে ‘দুই বার ভাববে।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরখাঞ্জেলক্স অঞ্চলের প্লেসেতস্ক প্রদেশের একটি লাঞ্চার থেকে মস্কো-সময় বুধবার বিকাল সোয়া ৩টায় প্রথমবারের মতো ‘সারমাত’ নামের ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ওই মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরীয় কামচাটকা উপত্যকায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
প্রেসিডেন্ট পুতিন এক টেলিভিশন ভাষণে সারমাতের সফল উৎক্ষেপণে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের ‘বিশাল ও উল্লেখযোগ্য ঘটনা’ বলে উল্লেখ করেছেন। কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রকে ঠেকানো যাবে না উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ব্যবস্থা আবিষ্কারের জন্য শত্রুকে যুগ যুগ ধরে সাধনা করতে হবে।#
পার্সটুডে/এমএমআই/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।