ইসরাইলের উন্মত্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ-নিন্দা
(last modified Sun, 24 Apr 2022 10:15:22 GMT )
এপ্রিল ২৪, ২০২২ ১৬:১৫ Asia/Dhaka
  • ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভ এবং নিন্দা জানিয়ে পাকিস্তানে বিক্ষোভ
    ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভ এবং নিন্দা জানিয়ে পাকিস্তানে বিক্ষোভ

পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরাইলের উন্মত্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভ এবং নিন্দা জানাতে বিশ্বব্যাপী লাখ লাখ মুসলমান রাজপথে মিছিল করেছেন।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে শুক্রবার জুমার নামাজের পর হাজার হাজার মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে লোকজন নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের জীবন এবং আল-আকসা মসজিদের পবিত্রতা রক্ষার জন্য মুসলিম দেশগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানান

ঢাকায় ইসরাইল-বিরোধী বিক্ষোভ

ফিলিস্তিনের তথ্যকেন্দ্রের খবর অনুসারে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা এবং অন্য কয়েকটি শহরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে হাজার হাজার মানুষ আল-আকসা মসজিদের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিলে অংশ নেয়া লোকজন নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন যাতে লেখা ছিল সন্ত্রাসবাদের জন্য ইহুদিবাদী ইসরাইলকে উচ্চ মূল্য দিতে হবে। এছাড়া, পবিত্র আল আকসা মসজিদে বর্বরতা বন্ধের জন্যও নানা ধরনের স্লোগান লেখা ছিল এসব ব্যানার ও প্ল্যাকার্ডে

জর্ডানের রাজধানী আম্মানে বিক্ষোভ

এদিকে, জর্ডানের রাজধানী আম্মানে বহু মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা পবিত্র আল-আকসা মসজিদের পবিত্রতা এবং ফিলিস্তিনি জনগণের জীবন বাঁচানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান। এছাড়া আম্মানে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা

লন্ডনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল

আমেরিকা ও ব্রিটেনে বসবাসরত মুসলমানরাও ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন। তারা ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ব্রিটিশ ও মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান

রমজান মাসের শুরু থেকেই ইহুদিবাদী ইসরাইলি সেনারা পবিত্র আল-আকসা মসজিদে হামলা চালিয়ে শত শত মানুষকে আহত ও আটক করেছে#

পার্সটুডে/এসআইবি/২৪

ট্যাগ