'আফগানিস্তানে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় ইসরাইলের মদদ রয়েছে'
https://parstoday.ir/bn/news/world-i107194-'আফগানিস্তানে_ধারাবাহিক_সন্ত্রাসী_হামলায়_ইসরাইলের_মদদ_রয়েছে'
আফগানিস্তানের বাল্‌খ প্রদেশের লেখক সমিতির প্রধান সালেহ মোহাম্মাদ খালিক বলেছেন, স্কুল ও মসজিদে সাম্প্রতিক হামলায় ইহুদিবাদীদের হাত রয়েছে। আফগান বার্তা সংস্থা অভা-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৭, ২০২২ ১৫:৩৩ Asia/Dhaka
  • হামলার শিকার একটি মসজিদ (ফাইল ফটো)
    হামলার শিকার একটি মসজিদ (ফাইল ফটো)

আফগানিস্তানের বাল্‌খ প্রদেশের লেখক সমিতির প্রধান সালেহ মোহাম্মাদ খালিক বলেছেন, স্কুল ও মসজিদে সাম্প্রতিক হামলায় ইহুদিবাদীদের হাত রয়েছে। আফগান বার্তা সংস্থা অভা-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

সালেহ মোহাম্মাদ খালিক এর আগে এই প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেছেন, আফগানিস্তানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্বের সঙ্গেই ইহুদিবাদের সম্পর্ক রয়েছে। আফগানিস্তানের মুসলমানদের মধ্যে বিরোধ উসকে দিয়ে নিজেদের অবৈধ স্বার্থ হাসিল করতে চায় ইহুদিবাদী ইসরাইল। এ কারণে ইহুদিবাদীরা এ ধরণের সন্ত্রাসী হামলায় মদদ দিচ্ছে।

এ সময় তিনি পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে বিশ্বের মুসলমানেরা বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদের প্রতি নিজেদের সমর্থনের কথা ঘোষণা করেন।

একই সঙ্গে ইহুদিবাদীদের মোকাবেলায় ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন মুসলমানেরা। আগামী শুক্রবার বিশ্ব কুদস দিবস পালিত হবে।

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।