এক প্রতিবেদনে দুই ধরনের বক্তব্য
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি: আমেরিকার স্বীকারোক্তি
-
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় (ফাইল ছবি)
আমেরিকা আবারও স্বীকার করেছে যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো পদক্ষেপ নেয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবদনে এই স্বীকারোক্তি দেয়া হয়েছে।
বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, “মার্কিন পররাষ্ট্র দপ্তরের মূল্যায়ন হচ্ছে এই মুহূর্তে ইরান পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে কোনো ধরনের তৎপরতা চালাচ্ছে না।”
তবে একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর অগোচরে’ যেসব পরমাণু তৎপরতা চালিয়েছে সে ব্যাপার ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করছে।
আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলসহ তাদের পশ্চিমা মিত্র দেশগুলো বিগত বছরগুলোতে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা চালানোর দায়ে অভিযুক্ত করেছে যদিও তেহরান এ অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। ইরান জোর দিয়ে বলে এসেছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সদস্য দেশ হিসেবে বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহারের পূর্ণ অধিকার তেহরানের রয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।