রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষার নিষেধাজ্ঞার প্রতি অঙ্গীকারবদ্ধ: পেসকভ
https://parstoday.ir/bn/news/world-i153886-রাশিয়া_পারমাণবিক_অস্ত্র_পরীক্ষার_নিষেধাজ্ঞার_প্রতি_অঙ্গীকারবদ্ধ_পেসকভ
পার্সটুডে: ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া এখনও পারমাণবিক অস্ত্র পরীক্ষার নিষেধাজ্ঞার প্রতি অঙ্গীকারবদ্ধ। তবে তিনি সতর্ক করে বলেন, যদি অন্যান্য দেশ এমন পরীক্ষা শুরু করে, তাহলে সমতা বজায় রাখার জন্য রাশিয়াও বাধ্য হবে একই পদক্ষেপ নিতে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১০, ২০২৫ ১৬:৫১ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

পার্সটুডে: ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া এখনও পারমাণবিক অস্ত্র পরীক্ষার নিষেধাজ্ঞার প্রতি অঙ্গীকারবদ্ধ। তবে তিনি সতর্ক করে বলেন, যদি অন্যান্য দেশ এমন পরীক্ষা শুরু করে, তাহলে সমতা বজায় রাখার জন্য রাশিয়াও বাধ্য হবে একই পদক্ষেপ নিতে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, পেসকভ 'পারমাণবিক সমতা'-কে বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর একটি প্রধান উপাদান হিসেবে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা চান। তিনি বলেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে অস্পষ্টতা থাকা উচিত নয়।

গত ৩১ অক্টোবর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, 'অন্যান্য দেশের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে' তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ও সমমানের স্তরে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ১৯৯২ সালের পর থেকে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি।

যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলার মহড়া দিয়েছে: মস্কো

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ বুধবার বলেন, যুক্তরাষ্ট্র অক্টোবর মাসে এমন একটি সামরিক মহড়া পরিচালনা করেছে, যার লক্ষ্য ছিল রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক আগাম হামলার অনুকরণ।

তার বক্তব্য অনুযায়ী, ওয়াশিংটন বর্তমানে ১৩,০০০ কিলোমিটার পাল্লার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি নতুন কৌশলগত সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম পুনরুজ্জীবন প্রকল্পে কাজ করছে।

একই সময়ে, রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান, যুক্তরাষ্ট্র এখন মূলত পারমাণবিক পরীক্ষা পরিচালনার প্রস্তুতির ওপর মনোযোগ দিচ্ছে।

রুশ বাহিনী ইউক্রেনের পোকরভস্ক শহর দখলের দ্বারপ্রান্তে: সিএনএন

মার্কিন গণমাধ্যম সিএনএনের রোববারের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনে রুশ বাহিনী শহরটির অভ্যন্তরে প্রবেশ করার পর পোকরভস্কে তীব্র লড়াই শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরটির পতন এখন প্রায় অবশ্যম্ভাবী বলে মনে হচ্ছে।

একজন ইউক্রেনীয় কমান্ডার সিএনএনকে বলেন: “পরিস্থিতি খুবই জটিল, আমরা প্রায় ঘেরাও হয়ে গেছি।”

প্রতিবেদনে আরও বলা হয়, রুশ সেনারা বিপুল সংখ্যক সৈন্য নিয়ে অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। ইউক্রেনের ড্রোন ইউনিট 'পিকি ব্লাইন্ডারস'-এর এক সদস্য বলেন, “রুশ বাহিনীর অগ্রযাত্রা এত দ্রুত যে, আমাদের ড্রোন অপারেটররা তাদের গতির সঙ্গে তাল মেলাতে পারছে না।”

আমরা ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনায় হামলা চালিয়েছি: রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের পক্ষ থেকে রুশ ভূখণ্ডে বেসামরিক জনগণের ওপর 'সন্ত্রাসী হামলা' চালানোর জবাবে, রুশ সেনারা ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার রাতে রুশ সেনারা দূরপাল্লার ও নির্ভুল অস্ত্র, যেমন ড্রোন ও 'কিঞ্জাল' হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ব্যবহার করে আকাশ, স্থল ও সমুদ্রপথে অভিযান চালায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, “সব লক্ষ্যবস্তু সঠিকভাবে আঘাত হেনেছে।”

এই হামলায় ইউক্রেনের সামরিক উৎপাদন কেন্দ্র ছাড়াও গ্যাস ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

এই প্রতিবেদন থেকে স্পষ্ট—রাশিয়া একদিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষায় সংযমের প্রতিশ্রুতি বজায় রাখছে, অন্যদিকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তার কৌশলগত অগ্রযাত্রা জোরদার করছে; আর মস্কো–ওয়াশিংটনের মধ্যে নতুন এক শীতল যুদ্ধের উত্তেজনা ধীরে ধীরে ফের মাথাচাড়া দিচ্ছে।#

পার্সটুডে/এমএআর/১০