পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর হুমকি ট্রাম্পের: ইরানি এক্স ব্যবহারকারীদের প্রতিক্রিয়া
-
ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে: সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর ইরানি ব্যবহারকারীরা যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার সিদ্ধান্তকে 'বিশ্বের জন্য এক বিশাল হুমকি' হিসেবে দেখছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র তার পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এক্স-এ লিখেছেন: “এতে কোনো সন্দেহ নেই যে, যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক বিস্তারকারী দেশ।”
তিনি আরও বলেন, “পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা একটি পশ্চাদপদ ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। বিশ্ব সম্প্রদায়ের উচিত যুক্তরাষ্ট্রকে এই ধরনের দুষ্ট অস্ত্রের বিস্তারকে স্বাভাবিকীকরণের জন্য দায়ী করা।”
পার্স টুডে জানায়, এক্স-এর ইরানি ব্যবহারকারীরাও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন।
'জারিন' নামের একজন ব্যবহারকারী লিখেছেন: “যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এখন কোন মানদণ্ডে তারা নিজেদের পারমাণবিক অস্ত্র রাখার যোগ্য মনে করে আর আমাদেরকে অযোগ্য মনে করে?"
নিকা নামে আরেকজন ব্যবহারকারী বলেছেন, “যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা বিশ্বকে এই বার্তা দেয় যে, তারা মানবজাতির জন্য আরও বিপদ ডেকে আনছে।”
আরেক ব্যবহারকারী 'কামিল' মন্তব্য করেছেন: “যখন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়, তারা সেটিকে বিশ্ব নিরাপত্তার প্রচেষ্টা বলে দাবি করে, কিন্তু ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নাকি শান্তির জন্য হুমকি! এই ভণ্ডামির শেষ কোথায়?”
'আহমদ নাদেরি' লিখেছেন: “যুক্তরাষ্ট্র ইতিহাসে একমাত্র দেশ যে পারমাণবিক বোমা ব্যবহার করেছে এবং সবচেয়ে বড় বিস্তার হুমকি তৈরি করেছে, তাদের এই পদক্ষেপ প্রমাণ করে যে, ইরানের প্রতিরক্ষা নীতি অর্থাৎ 'পশ্চিমের প্রতিশ্রুতির প্রতি অবিশ্বাস ও নিশ্চিত প্রতিরোধ ক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা'—পুরোপুরি সঠিক। বিশ্বকে আশা করা উচিত নয় যে. ইরান এই কৌশলগত অস্থিতিশীলতা দেখে চুপ থাকবে।”
আরেকজন ব্যবহারকারী 'আশকান পিরজাদে' লিখেছেন: “যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি তার আন্তর্জাতিক ‘দাদাগিরি’র গ্যারান্টি; তারা যখন ইচ্ছা তখন এই শক্তি ব্যবহার করে অন্যদের ভয় দেখায়। হুমকির প্রেক্ষিতে ইরানের প্রতিরক্ষা নীতি পরিবর্তন করা জাতীয় স্বার্থ রক্ষার অবশ্যম্ভাবী প্রয়োজন।”
'জাহরা শামসাই' তার পোস্টে যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য 'সবচেয়ে বড় হুমকি' হিসেবে অভিহিত করেছেন এবং পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করাকে “বর্বরতায় ফিরে যাওয়া” বলেছেন।
'হুমান নোজারি' ট্রাম্পের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক অঙ্গীকারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অবজ্ঞার নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন: "জাতিসংঘ এখনও বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করার জন্য কোন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।"
'নার্গিস শামস' মন্তব্য করেছেন: “ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার নেই, কিন্তু যখন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা আসে, তখন পারমাণবিক শক্তিই নাকি সবচেয়ে ভালো, নিরাপদ ও অসাধারণ সমাধান।”
পার্সটুডে/এমএআর/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।