ইউক্রেনকে আরো অস্ত্র দেয়ার অঙ্গীকার করল ফ্রান্স
https://parstoday.ir/bn/news/world-i107374-ইউক্রেনকে_আরো_অস্ত্র_দেয়ার_অঙ্গীকার_করল_ফ্রান্স
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য আরও অস্ত্র সরবরাহ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য মানবিক সহায়তাও বাড়ানোর কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০১, ২০২২ ১৪:৩৩ Asia/Dhaka
  • ম্যাকরন (বামে) ও জেলেনস্কি
    ম্যাকরন (বামে) ও জেলেনস্কি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য আরও অস্ত্র সরবরাহ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য মানবিক সহায়তাও বাড়ানোর কথা বলেছেন।

গতকাল (শনিবার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে এই অঙ্গীকার ব্যক্ত করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে জেলেনস্কি ফোন করে ইমানুয়েল ম্যাক্রনকে অভিনন্দন জানান। পাশাপাশি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা অব্যাহত রাখায় জেলেনস্কি ফরাসি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

ফোনালাপে ইমানুয়েল ম্যাক্রন বলেন, তার দেশের পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়া অব্যাহত থাকবে, একইভাবে মানবিক সহায়তাও জোরদার করা হবে। ইউক্রেন সংকট শুরুর পর থেকে এই পর্যন্ত ফ্রান্স ৬১৫ টন চিকিৎসা সামগ্রী, খাদ্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং জরুরি গাড়ি সরবরাহ করেছে।

ইউক্রেনে অস্ত্রের ঢল নামিয়ে দিয়েছে পশ্চিমা দেশগুলো

সম্প্রতি জেলেনস্কি জানিয়েছেন, তিনি যুদ্ধের জন্য যে ধরনের ভারী অস্ত্রশস্ত্র দেয়ার অনুরোধ জানিয়েছিলেন শেষ পর্যন্ত মিত্ররা সেই অস্ত্র সরবরাহ শুরু করেছে। ফ্রান্স এবং কানাডা ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার আর্টিলারি সিস্টেম সরবরাহ করবে।

এদিকে, রাশিয়া পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ না করতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। মস্কো বলছে, পশ্চিমা অস্ত্রের ঢলের কারণে চলমান সংঘাত দীর্ঘায়িত হবে, সমাধানের কোনো পথ বের হবে না। পাশাপাশি মস্কো এও বলেছে, ইউক্রেনের ভূখণ্ডে বিদেশিদের অস্ত্রের চালানকে রাশিয়া বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।#

পার্সটুডে/এসআইবি/১