পাল্টা ব্যবস্থা নিতে পুতিনের ডিক্রি
অবন্ধুসুলভ দেশগুলোতে পণ্য ও কাঁচামাল রপ্তানি নিষিদ্ধ হবে
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
‘অবন্ধুসুলভ’ দেশগুলোর ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিতে একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে সেনা অভিযানের প্রেক্ষিতে যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেই পুতিন এই ডিক্রিতে সই করেন।
ডিক্রি অনুযায়ী, মস্কো ওইসব দেশে পণ্য ও কাঁচামাল রপ্তানি নিষিদ্ধ করতে পারবে। সাথে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেয়া যাবে। এছাড়া, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এমন দেশ বা প্রতিষ্ঠানের সাথেও লেনদেন বন্ধ করা যাবে।
ইউরোপীয় ইউনিয়ন যখন রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে তখন পুতিন এই ডিক্রি জারি করলেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিশ্ব রেকর্ড গড়েছে। রাশিয়াও পাল্টা ব্যবস্থা নিয়ে চলেছে। এর আওতায় আমেরিকাসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুতিন সরকার। শুধু তাই নয়, রাশিয়া থেকে যেসব অবন্ধুসুলভ দেশ গ্যাস নেবে তাদেরকে রুশ মুদ্রা রুবলে দাম পরিশোধ করতে হবে বলে আইন জারি করেছে।#
পার্সটুডে/এসআইবি/৩