অস্ত্র সরবরাহ বন্ধ করে যুদ্ধ থামাতে সহায়তা করুন: ম্যাকরনকে পুতিন
https://parstoday.ir/bn/news/world-i107482-অস্ত্র_সরবরাহ_বন্ধ_করে_যুদ্ধ_থামাতে_সহায়তা_করুন_ম্যাকরনকে_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাশ্চাত্য যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সত্যিই আন্তরিক হয় তাহলে তারা যেন ইউক্রেনকে সমরাস্ত্র সহায়তা বন্ধ করে। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৪, ২০২২ ০৮:৩৫ Asia/Dhaka
  • মঙ্গলবার ম্যাকরনের সঙ্গে কথা বলেন পুতিন
    মঙ্গলবার ম্যাকরনের সঙ্গে কথা বলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাশ্চাত্য যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সত্যিই আন্তরিক হয় তাহলে তারা যেন ইউক্রেনকে সমরাস্ত্র সহায়তা বন্ধ করে। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানিয়েছেন।

ম্যাকরন ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর দুই নেতার মধ্যে মঙ্গলবার প্রথম টেলিফোনে কথা হয়। এ সময় ম্যাকরন ইউক্রেনে অস্ত্রবিরতি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনের প্রতি আহ্বান জানান। তিনি মারিউপোল শহর থেকে আরো বেশি বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে সুযোগ করে দেয়ারও আহ্বান জানান।

ইউক্রেনের  চলমান যুদ্ধে যেসব শহরে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে মারিউপোল সেগুলোর অন্যতম। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সেখানকার একটি বৃহৎ স্টিল কারখানায় এখনও শত শত বেসামরিক নাগরিক আটকে আছে। ওই কারখানায় আশ্রয় নিয়ে ইউক্রেনের শত শত সেনা রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে।

টেলিফোনালাপে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে যুদ্ধাপরাধ করার দায়ে কিয়েভকে অভিযুক্ত করেন। এসব শহর রুশপন্থি অস্ত্রধারীরা নিয়ন্ত্রণ করছে এবং ইউক্রেনের সেনারা সেগুলো পুনর্দখলের চেষ্টা করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছেন। আমেরিকা ও ব্রিটেনসহ অন্যান্য পশ্চিমা দেশ যখন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কঠোর নিন্দা জানিয়ে বক্তব্য দিচ্ছে তখন ম্যাকরন কঠোর ভাষা ব্যবহার না করে পুতিনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। তিনি যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত কয়েকবার পুতিনের সঙ্গে কথা বলেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ইউক্রেনের প্রায় ৫৫ লাখ মানুষ দেশে ছেড়ে পালিয়েছে। অবশ্য ইউক্রেনের বহু মানুষ আবার নিজ দেশে ফিরতে শুরু করেছে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।