‘রুশ জেনারেলদের হত্যায় ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেয় নি পেন্টাগন’
https://parstoday.ir/bn/news/world-i107574-রুশ_জেনারেলদের_হত্যায়_ইউক্রেনকে_গোয়েন্দা_তথ্য_দেয়_নি_পেন্টাগন’
রাশিয়ার শীর্ষ পর্যায়ের জেনারেলদেরকে হত্যার ব্যাপারে মার্কিন সামরিক বাহিনী গোয়েন্দা তথ্য দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৬, ২০২২ ১২:২৬ Asia/Dhaka
  • জন কিরবি
    জন কিরবি

রাশিয়ার শীর্ষ পর্যায়ের জেনারেলদেরকে হত্যার ব্যাপারে মার্কিন সামরিক বাহিনী গোয়েন্দা তথ্য দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন।

গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফ করার সময় পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, ইউক্রেনের সেনাদেরকে তাদের দেশ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা তথ্য দিয়েছে আমেরিকা। কিরবি দাবি করেন, রাশিয়ার সামরিক নেতারা যুদ্ধক্ষেত্রে কোথায় অবস্থান করছেন সে সম্পর্কে পেন্টাগন তথ্য দিয়ে সহযোগিতা করছে না অথবা ইউক্রেনের সামরিক বাহিনীর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনারা অংশ নিচ্ছে না।

তবে জন কিরবি স্বীকার করেন, ইউক্রেনের সেনারা ‘অজ্ঞাত বিভিন্ন সূত্র’ থেকে গোয়েন্দা তথ্য পাচ্ছে এবং তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। এই বক্তব্যের মধ্যদিয়ে পেন্টাগন মুখপাত্র রাশিয়ার জেনারেলদের হত্যার ব্যাপারে ইউক্রেনের কাঁধেই দোষ চাপালেন।

যুদ্ধে ধ্বংস হওয়া রুশ ট্যাংক

এর আগে বুধবার নিউ ইর্ক টাইমস পত্রিকা খবর দিয়েছে যে, রাশিয়ার সেনা ইউনিট সম্পর্কে আমেরিকা গোয়েন্দা তথ্য সরবরাহ করার কারণে ইউক্রেন বহু রুশ জেনারেলকে হত্যা করতে সক্ষম হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার সম্ভাব্য সেনা মুভমেন্টের ব্যাপারে ওয়াশিংটন ইউক্রেনকে বিস্তারিত তথ্য জানিয়েছে। এই তথ্যের মধ্যে রাশিয়ার ভ্রাম্যমাণ সামরিক সদরদপ্তরের অবস্থান সম্পর্কেও জানানো হয়। এসব তথ্য এবং ইউক্রেনের নিজস্ব গোয়েন্দা তথ্য রাশিয়ার সেনা অবস্থানে গোলন্দাজ এবং অন্যান্য হামলা চালাতে সাহায্য করে যার ফলে রাশিয়ার বহু জেনারেল নিহত হন। নিউইয়র্ক টাইমসের মতে, ইউক্রেনের সেনা কর্মকর্তারা বলছেন, যুদ্ধক্ষেত্রে তারা রাশিয়ার ১২ জন জেনারেলকে হত্যা করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৬