অস্ত্র ব্যবহারে জেলেনস্কির সর্বশেষ আবেদন প্রত্যাখ্যান করল পেন্টাগন
https://parstoday.ir/bn/news/event-i141090-অস্ত্র_ব্যবহারে_জেলেনস্কির_সর্বশেষ_আবেদন_প্রত্যাখ্যান_করল_পেন্টাগন
রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার অস্ত্র ব্যবহারের বিষয়ে ওয়াশিংটনের নীতি অপরিবর্তিত রয়েছে বলে দাবি করেছে সেনা সদর দপ্তর পেন্টাগন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৮, ২০২৪ ১৯:৪৩ Asia/Dhaka
  • অস্ত্র ব্যবহারে জেলেনস্কির সর্বশেষ আবেদন প্রত্যাখ্যান করল পেন্টাগন

রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার অস্ত্র ব্যবহারের বিষয়ে ওয়াশিংটনের নীতি অপরিবর্তিত রয়েছে বলে দাবি করেছে সেনা সদর দপ্তর পেন্টাগন। 

পশ্চিমা অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালানোর জন্য ইউক্রেনের ওপর যে বিধিনিষেধ রয়েছে তা তুলে নেয়ার জন্য ভলোদিমির জেলেনস্কি নতুন করে দাবি জানিয়েছেন। কিয়েভকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম পাঠানো সত্ত্বেও আমেরিকা ও তার মিত্ররা দাবি করে আসছে- রাশিয়ার গভীরে হামলার জন্য ইউক্রেনকে এসব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের অনুমতি দেয়া হয়নি। 

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার গতকাল (মঙ্গলবার) বলেন, "আমাদের নীতি পরিবর্তন হয়নি।" তিনি বলেন, ইউক্রেনকে আন্তঃসীমান্ত আক্রমণ থেকে রক্ষা করার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছে কিন্তু রাশিয়ার গভীরে হামলার জন্য নয়।

এর আগের দিন আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি সাংবাদিকদের বলেছেন, মার্কিন অস্ত্র ব্যবহারের বিষয়ে বিধিনিষেধের নীতিতে "কোন পরিবর্তন" হয়নি।

আমেরিকা এসব দাবি করলেও এরইমধ্যে প্রাথমিক বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে এবং কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার অনুমতি দিয়েছে। এর আওতায় ইউক্রেন তার নিজের বলে দাবি করা ভূখণ্ড ক্রিমিয়া থেকে জাপোরোজিয়া, খেরসন, দোনেস্ক এবং লুহানস্ক পর্যন্ত হামলা চালাতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৮